নবীগঞ্জে ধান কাটার মেশিন বিতরণ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 11 November 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ধান কাটার মেশিন বিতরণ

Link Copied!

অঞ্জন রায়,নবীগঞ্জ প্রতিনিধি :   সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলার ৩টি কৃষক গ্রুপের মাঝে ধান কাটার মেশিন রিপার বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বৃহস্পতিবার ১১ নভেম্বর  বিকালে উপজেলা পরিষদ চত্তরে উক্ত বিতরনী কার্যক্রম সম্পন্ন করা হয়।

ছবি : নবীগঞ্জে ধান কাটার মিশন বিতরণ করা হযেছে

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম মাহমুদুল আলমের পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান,এডভোকেট গতি গোবিন্দ দাশ। এ সময় উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল , বিভিন্ন রাজনৈতিক সংগঠের  স্থানীয় নের্তৃবৃন্দ প্রমুখ।