নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 17 June 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার

Link Copied!

মো: হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জে ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ। বুধবার (১৭ জুন) নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের দেবপাড়া বাশডর গ্রামে অভিযান চালিয়ে সাজান মিয়া (৩৫) নামে প্রধান আসামীকে গ্রেফতার করে পুলিশ।

এই মামলার অপর আসামী পলাতক রয়েছে। তাদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় নবীগঞ্জ থানা পুলিশ। জানা যায়, নবীগঞ্জ উপজেলার মাইজগাও গ্রামের জনৈক এক মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে গত এপ্রিল মাসের ৬ তারিখ নবীগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয় দু’জনের বিরুদ্ধে। এরমধ্যে মামলার দায়ের এর প্রায় দুই মাস পর প্রধান আসামীকে গ্রেফতার করেতে পেরেছে নবীগঞ্জ থানা পুলিশ।

 

ধর্ষণ মামলার প্রধান আসামী সাজান মিয়া নবীগঞ্জ উপজেলার বাশডর গ্রামের মতলিব মিয়ার পুত্র। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সাব ইনস্পেকটর সামছুল ইসলাম নেতৃত্ব এক দল পুলিশ বাশডর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার সামছুল আলম।