নবীগঞ্জে দেবপাড়া বাজারের ব্যবসায়ী ইকবালকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানালেন দিনারপুরবাসী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 2 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে দেবপাড়া বাজারের ব্যবসায়ী ইকবালকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানালেন দিনারপুরবাসী

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নিশাত নিঝুম ফুড, নিহা ফ্যাশন, মের্সাস ইকবাল টেডার্স এর স্বত্তাধিকারী মো.ইকবাল মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না এলাহি রাজিউন)।

 

ছবি: দেবপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নিশাত নিঝুমের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়

 

রবিবার সকাল ৬:৩০ মিনিটে সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪১ বছর। তিনি হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। দুপুরে তার মরদেহবাহী এম্বুলেন্সে তার নিজ বাড়িতে আসার পড় কান্নায় ভেঙে পড়েন তার আত্মীয়স্বজন ও এলাকাবাসী।

পরে দুপুর ২:৩০ মিনিটে দেবপাড়া বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান নিশাত নিঝুমের সামনে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ইকবালকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ সমবেত হন জানাযার নামাজে।

জানাযার নামাজের পূর্বে ব্যবসায়ী ইকবালের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক শাহ আবুল খয়ের, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মোহিত চৌধুরী,প্রয়াত ইকবালের চাচা বিশিষ্ট সালিশ এলাইচ মিয়া প্রমুখ।

জানাযার নামাজে উপস্থিত হাজার হাজার জনতা সবার প্রিয় ইকবালকে অশ্রুসিক্ত ভালোবাসায় শেষ বিদায় জানান।