মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে : উপজেলা নবীগঞ্জে দূরত্ব বজায় রাখার জন্য কয়েকটি বাজারের স্থান পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যে উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার নেওয়া হয়েছে নদীর পাড় মাঠে এবং উক্ত ইউনিয়নের গোপলার বাজারের স্থান পরিবর্তন করে দেওয়া হয়েছে গোপলার বাজার উচ্চ বিদ্যালয় মাঠে।
সচেতন মহলের দাবী এরকম খোলা মাঠে বাজার করতে গেলে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সম্ভব কারণ যথেষ্ট জায়গা থাকায় এখানে ব্যবসায়ী এবং ক্রেতারা ও দূরত্ব পালনে বাধ্য।যেহেতু আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিস পেতে হলে আমাদের বাজারে যেথেই হয় সেহেতু প্রত্যেক বাজারের স্থান পরিবর্তন করে বড় মাঠে বা কোলা স্থানে নেওয়াই উত্তম। তাহলে প্রশাসনিক আইন এবং দূরত্বটা বজায় রেখে আমরা চলতে পারবো।