নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নে রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলায় মোঃ ফজলু মিয়া (৪৫) ও মোঃ তাজু মিয়া (৪৮) নামের হোটেল ব্যবসায়ী দুই ভাই গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
গত শনিবার (১১মার্চ) রাতে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজারে হোটেল ব্যবসা থেকে বাড়ি ফেরার পথে তাদের ওপর হামলা চালানো হয়।
হামলার শিকার মোঃ ফজলু মিয়া ও তার ভাই তাজু মিয়া নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের মৃত মোঃ জায়ফর উল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে শেরপুর বাজার লঞ্চঘাটে তাদের একটি হোটেল ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তারা দীর্ঘ দিন ধরে শেরপুর বাজারে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছেন।
প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথিমধ্যে উৎপেতে থাকা একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের রাস্তার ২ নম্বর ব্রিজ নামক স্থানে রাতে রাস্তার দুপাশে বিদ্যুতের পিলার ও গাছের সাথে রশি বেধে তাদের মোটরসাইকেল গতিরোধ করে দেশীয় অস্ত্র রামদা দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।
এতে তারা গুরুতর আহত হন। পরে তাদের শোর চিৎকারে স্থানীয় পথচারীরা ঘটনাস্থলে উপস্থিত হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনায় ব্যবসায়ী মোঃ ফজলু মিয়া ও তার ভাই তাজু মিয়ার পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ডালিম আহমদ বলেন, আমরা বিষয়টি শুনে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত হামলা। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।