নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট : মহিলার শ্লীলতাহানীর চেষ্টা থানায় অভিযোগ দায়ের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 31 August 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে দুর্বৃত্তদের হামলা বাড়িঘর ভাংচুর লুটপাট : মহিলার শ্লীলতাহানীর চেষ্টা থানায় অভিযোগ দায়ের

Link Copied!

নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বরকতপুর গ্রামে দুর্বৃত্তদের হামলা ও বাড়িঘর ভাংচুর মহিলা শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বাড়িঘর ভাংচুর লুটপাট শ্লীলতাহানির দায়ে জাহানারা বেগম নবীগঞ্জ থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাযায়, জাহানারা বেগম তার ছেলে ইদুল হাসানকে স্কুলে পরীক্ষা দিতে না যাওয়ায় গালিগালাজ করেন। জাহানারা বেগম ছেলেকে গালিগালাজ করায় রিয়াজ মিয়া নিজের উপর নিয়ে জিজ্ঞেস করেন আমাকে কেন গালি দিলেন। জাহানারা বেগম ও রিয়াজ মিয়ার মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়।

রিয়াজ মিয়া গালিগালাজের কথা ময়না মিয়াকে বললে সোমবার রাত সাড়ে ৮ টায় ময়না মিয়া,ওয়াহিদ মিয়া, হোসেন মিয়া,জয়নাল মিয়া,মাসেল মিয়া,রাসেল মিয়া দেশীয় অস্ত্র নিয়ে বাড়িঘর ভাংচুর করে ও জাহানারা বেগমসহ তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

বাড়ির আসবাপত্র ভাংচুর, নগদ ৩০ হাজার টাকা স্বর্ণের চেইন লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ময়না মিয়া জাহানারা বেগমের শ্লীলতাহানির চেষ্টা করে। জাহানারা বেগমের আত্ন চিৎকারে স্থানীয়রা এসে জাহানারা বেগম ও তার ছেলে শফিকুল ইসলামকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।