নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নে কুর্শি গ্রামে জোর পূর্বক ধান কাটাকে কেন্দ্র করে দূর্বত্তদের হামলায় মহিলাসহ ১০ জন আহত হয়েছেন । আহতের মধ্যে ৪ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। হামলা করে ধান লুট করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান উদ্ধার করে।
মঙ্গলবার (৪) সকালে এই ঘটনাটি ঘটে। জানাযায়, পূর্ব বিরোধের জের ধরে কুর্শী গ্রামের মােঃ মানজার শিকদার মালিকাধীন ফসলি জমির ধান জোরপূর্বক ভাবে কেটে নিয়ে যায় একই এলাকার জাহাঙ্গীর মিয়া,দিলবাহার আহমেদ দিলকাছ,জয়নাল মিয়া,কালা মিয়া,ফুল মিয়া,বাছির মিয়া,সাদেক চৌধুরী,নাজিম উদ্দিনগংরা।
এতে ধান কাটাতে বাধা সৃষ্টি করলে ফসলি জমির মালিক মানজার শিকদার (২৬) তার মামা সাজ্জাদুর রহমান (৪৮),শাহ শামীম মিয়া (৫০),ও মাসেদা বেগম (৫০),কে নবীগঞ্জ উপজেলা স্বাাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রাদান করা হয়েছে। হামলার খবর পেয়ে ঘটন্থল পরিদর্শন করেন এস আই আবু সাঈদ। এ সময় হামলাকীরা লোট করে ধান নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ ধান গুলো স্থানীয় লোকজনের জিম্মায় রেখে আসেন।