নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্য রক্তক্ষয়ী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের রাধাপুর গ্রামের ছালেক মিয়া ও একই গ্রামের দুরুদ মিয়ার মধ্য জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে (২৫ জুলাই) রবিবার বিকেল সাড়ে ৫ টার সময় ছালেক মিয়ার নেতৃত্বে আলামীন, সোহাগ, জাকিরসহ ১০ থেকে ১৫ জন লোক দুরুদ মিয়ার বাড়িতে হামলা চালায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় ঘন্টা ব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্র সহ ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির একদল পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই দাঙ্গাবাজকে আটক করার পর পরিস্থিতি শান্ত হয়। আটককৃতরা হলো সুহেল মিয়া(৩৭) ও ছালেক মিয়া (৫০)। সংঘর্ষে আহতরা হলেন, সুহেল মিয়া(৪০). আলামীন মিয়া(৫০)), ছালেক মিয়া(৪৫), জাকির মিয়া(৩৫)।
তাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছ। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।