নবীগঞ্জ প্রতিনিধি :: নবীগঞ্জে দু’টি পরিবারকে সমাজচ্যুত করার ঘটনায় সংবাদ সম্মেলন করায় উল্টো নির্যাতনের শিকার পরিবারের উপর আবারো নির্যাতনের ঝড়। গ্রাম্য মোড়লদের নেতৃত্বে একঘরে করে রাখা পরিবারের কৃষক আব্দুল কাইয়ুমকে দিন দুপুরে হামলা করে গুরুতর আহত করে। আশংকাজনক ভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালে ভর্তি করা হয়।
নির্যাতনের শিকার পরিবারের সূত্রে প্রকাশ, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কারখানা গ্রামের আব্দুল বাহার ও তার চাচা ফয়জুর রহমান নামের ব্যক্তিসহ দু’টি পরিবারকে পূর্ব শত্রুতার জের ধরে গ্রাম্য মোড়লরা একঘরে করে সমাজচ্যুত করে নানান নির্যাতন চালানো হয়। এ ঘটনায় চলতি মাসের ১,তারিখে নির্যাতনের শিকার পরিবারের পক্ষে আব্দুল বাহারের ছোট ভাই আব্দুল আউয়াল নবীগঞ্জ প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। এতে ঐ সংবাদগুলো বিভিন্ন পত্র-পত্রিকা সহ কিছু টিভিতেও প্রকাশ হয়।
এরই জের ধরে গ্রাম্য প্রভাবশালী মোড়লরা ক্ষিপ্ত হয়ে তাদের লাটিয়াল বাহিনী দিয়ে গত শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার কারখানা গ্রামের মৃত আব্দুল হাকিম প্রয়াত সাবেক মেম্বার পুত্র আব্দুল কাইয়ুম (৫০) কে গ্রাম্য পঞ্চায়েতে সরকারী রাস্তা ব্যবহার করে জমিতে গিয়ে কাজ করার অপরাধে গ্রাম্য মোড়ল প্রভাবশালী খালিছ মিয়া, তার ভাতিজা আবু ছালেহ জীবন ও আতাউর রহমানসহ একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল কাইয়ুমকে ঘেরাও করে প্রাণে হত্যার উদ্দ্যেশে এলোপাতারি হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হলে তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন বলে জানান আহতের ছোট ভাই আব্দুল বাহার।
তিনি আরো জানান, গত মাসের ১৫, তারিখ রাতে গ্রাম্য মোড়ল কারখানা গ্রামের খালিছ মিয়ার বাড়িতে গ্রাম্য পঞ্চায়েত সভা সমাবেশ করে পূর্ব শত্রুতার জের ধরে ও জমি জবর দখলে বাধা দেওয়ায় আব্দুল বাহার ও তার চাচা ফয়জুর রহমান সহ তাদের দু’টি পরিবারকে একঘরে করে সমাজচ্যুত করে রাখেন গ্রাম্য মোড়লরা। উক্ত ঘটনা ২৮,দিন অতিবাহিত হলেও এখনো তারা কোন সু-বিচার পাচ্ছেন না বলে অভিযোগ করেন নির্যাতনের শিকার ঐ দুটি পরিবারের লোকজন।
অপরদিকে গ্রাম্য মোড়লরা তাদের নির্যাতনের মাত্রা আরো বেগবান করে নানা ষড়যন্ত্রেরও মাধ্যমে হামলা মামলাসহ বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছ। এমতাবস্থায় নির্যাতিত পরিবারটির লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করছেন।