নবীগঞ্জের রামপুর গ্রামের দাদন ব্যবসায়ী আক্তার হোসেন রুবেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন। তার লাঠিয়াল বাহিনীর প্রভাব খাটিয়ে দখল করেছেন নিরীহ মানুষের জমি, প্রতিবাদ করলেই প্রাননাশের হুমকি এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াই ঘটিকার সময় উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মিলনগঞ্জ বাজারে ভোক্তভোগী এলকাবাসী মানববন্ধন করেন। এসময় দুই শতাধিক নারী, পুরুষসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ গ্রহন করেন।
ভোক্তভোগীদের অভিযোগ নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এলাকার নিরীহ মানুষের অন্যর জমি জোরপূর্বক দখল, মামলা-হামলা ও চাঁদাবাজির জমির শ্রেণী পরিবর্তন সহ বিভিন্ন অভিযোগ করেন। তাদের দাবি, তার দখলে থাকা জমিগুলো দ্রুত উদ্ধার করে বৈধ মালিকের কাছে ফিরেয়ে দেয়া। এছাড়া তার অপকর্মের বিচার করার দাবীও করেন তারা।