নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 11 October 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করায় যুবকের কারাদন্ড

Link Copied!

মেঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ

নবীগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 

 

 

 

ছবি : তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে যুবকের কারাদন্ড দেয় হয়েছে

 

 

 

 

 

সোমবার(১১ অক্টোবর) সকালে মোবাইল কোর্টের মাধ্যমে উপজেলার কুর্শি ইউনিয়নের ঝিলকা গ্রামের গউস মিয়া পুত্র মোঃ মিয়াদ মিয়া (২৫) কে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধের দায়ে দোষ স্বীকার ও সাক্ষীর ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭(২) ধারা মতে দোষী সাব্যস্ত করে ০৬ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মহি উদ্দিন।

 

এ সময় আইনশৃঙ্খলা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন নবীগঞ্জ থানার এস আই লুৎফর রহমানসহ একদল পুলিশ।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন জানান, তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ইভটিজিং করার দায়ে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।  ইভটিজিং রোধে সরকার বদ্ধ পরিকর।