নবীগঞ্জ উপজেলার কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে দ্বিতীয় দফায় দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (৮ জানুয়ারি) দুই ঘণ্টাব্যাপী দ্বিতীয় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ-বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তার আগে রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে এ সংঘর্ষের সুত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের দেবপাড়া গ্রাম ও পুরানগাঁও গ্রামের দুই পক্ষের মধ্যে জমি হালচাষের দেড়শ টাকা নিয়ে প্রথমে বাগবিতণ্ডা ও পরে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল ব্যবহার হয়।
পুরাণ গাওঁ গ্রামের আবু মিয়া ট্রেটকারনএর মালিক ও দেব পাড়া গ্রামের ছামিরুজ্জমান জমির মালিক হালচাষ করে কয়েক তারিখ করার পরে টাকা না দেওয়ায় দুই পক্ষের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে ।
খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী দৈনিক আমার হবিগঞ্জ কে বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি ।