নবীগঞ্জে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 27 December 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

Link Copied!

হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর (পূর্ব) ইউনিয়নে বাগাউড়া গ্রামের জুবা বেগম (১৭),নামে তরুণীর হাত,পা’ মুখ বাঁধা অবস্থায় গলা কাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে নবীগঞ্জ থানা পুলিশ ।

 

 

 

 

 

 

ছবি : নবীগঞ্জে তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ

 

 

 

 

 

 

 

সোমবার(২৭ ডিসেম্বর)  সকালে হরিনগর এলাকায় রাস্তার পাশের একটি ধানক্ষেতে থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় উপজেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার দেখা দিয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়,জুবা বেগম নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের সুফি মিয়ার মেয়ে।

 

 

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন।

 

 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি আবুল খায়ের চৌধুরী।

 

 

এ ব্যাপারে মেয়ের বাবা কান্না কন্ঠে সুফি মিয়া বলেন,প্রতি দিনের মত রাতে এক সাথে খাওয়া দাওয়া করে মেয়ে পাশের রুমে ঘুমিয়েছিল।

 

 

আমি সকাল ঘুম থেকে উঠে ধানক্ষেতে চলে যাই।হঠাৎ করে আমার কাছে খবর আসে আমার মেয়ে লাশ পাওয়া গেছে গলাকাটা।

 

 

 

কান্না কন্ঠে মেয়ের বাবা সুফি মিয়া আরো বলেন  আমি আমার মেয়ের হত্যাকারীর বিচার চাই।

 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করি। ময়না তদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে।