হবিগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযান জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়ীদের আটক করা হয়েছে।
গত শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলার ১২ নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া বান্নী মাঠের চন্ডি গাছের নিচ থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটকৃত হল মৃত মহেন্দ্র সরকারের ছেলে রঙ্গবাজ (৫২),করুনা সরকারের ছেলে হরিমন (২৮), পিতা-নরদ মনি সরকারের ছেলে চন্দ্র মনি সরকার (২২), জগদীশ সরকারের রিংকু সরকার (২৯)Gউপরে উল্লেখিত সবার বাড়ি নবীগঞ্জ উপজেলার খড়িয়া গ্রামে।
উপজেলার পাথরিয়া গ্রামের বাসিন্দা রাধা কৃষ্ণ সরকারের ছেলে নয়ন সরকার (১৯)।মোঃ মাজুম খান ছেলে মোঃ মাহফুজ খান সালমান (২২),মোঃ ফারুক মিয়ার ছেলে মোঃ বিল্লাল (২৩),উভয় এর বাড়ী উপজেলার কালিয়ারভাঙ্গা গ্রামে।
ডিবি পুলিশের দাবি অভিযানের সময় জুয়াড়ীদের হাত থেকে নগদ ৪ হাজার ৮শত ৩০ টাকা ও ২০২টি প্লেয়িং কার্ডসহ জুয়া খেলার সরঞ্জাম জব্দ করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২/৩ জন অজ্ঞাত নামা আসামী পালিয়ে যায়।