নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বালিধারা বাজার ঢাকা-সিলেট মহাসড়কের সংলগ্ন শাহজালাল রেস্টুরেন্টের পাশে ডাকির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
বুধবার(২৬জানুয়ারি) রাতে ১টি তালা কাটার যন্ত্র,টি লোহার রড,১টি লোহার সাবল, ১টি স্টিলের চাকু,সাদা রংয়ের রশি,১টি এইচ পিকআপ গাড়ী, (সিলেট মেট্রোঃ-ন-১১-১৮১৩) সহ ডাকাতদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, নবীগঞ্জ রুস্তুমপুর গ্রামের জমশেদ মিয়ার পুত্র কামরুল হাসান (২৬),সুনামগঞ্জ বিশ্বম্ভপুর গড়ের গাও গ্রামের নইমুল্লাহ হোসেনের পুত্র মোঃ মতিবুর রহমান (২৫), সিলেট গোয়াইনঘাট লাটি গ্রামের জয়নাল আবেদীনের পুত্র রিপন হোসেন (২৬),ব্রাক্ষনবাড়িয়া নবীন বীরগাও গ্রামের খালেক মিয়ার পুত্র সাহাব উদ্দিন (২৬),মৌলভীবাজার রাজনগর কদমহাটা গ্রামের মোস্তফা মিয়ার পুত্র আহাদ মিয়া (৪২)।
পুলিশ সূত্রে জানা যায়,বুধবার রাতে গ্রেফতারকৃত ডাকাতরা ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদের নেতৃত্বে নবীগঞ্জ থানার একদল পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতদের বৃহস্পতিবার সকালে হবিগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমেদ।