নবীগঞ্জ উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়ন এর দক্ষিণ কায়স্থগ্রাম এলাকায় অবৈধভাবে টিলা কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার।
বুধবার ( ১৫নভেম্বর) বিকালে অভিযান পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় পারকুল গ্রামের বকুল মিয়ার ছেলে নজরুল ইসলাম, ছৈদ উল্লা ছেলে মানিক মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত । এসময় সার্বিক সহযোগিতা করেন গোপালার বাজার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ
সরকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, অভিযানে সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ মাটি/বালু উত্তোলনের বিরুদ্ধে জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।