নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলা ৩ নং ইনাতগঞ্জ ইউনিয়নে নিজ আগনা আব্দুস সাত্তার শিকদারের বাড়ির নিকটে ঝুকিপূর্ণ ব্রিজে আবারও দুর্ঘটনা ঘটছে।
গতকাল একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পতিত হয়। স্থানীয় সুত্রে জানা যায়, এই ব্রিজটিতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। অপরিকল্পিতভাবে নির্মিত এই ব্রিজ সংস্কারের দাবিতে সোচ্চার এলাকার সাধারণ মানুষ।
তাছাড়া স্থানীয় ছাত্র সংগঠন বিবিয়ানার ছাত্র কল্যাণ পরিষদ ব্রিজ সংস্কারের দাবিতে কয়েক দফা মানব বন্ধন করলেও কারো নজড়ে আসছেনা এই ব্রিজ সংস্কারের বিষয়টি। এদিকে ঝুকিপূর্ণ এই ব্রিজ দুর্ঘটনার পরে অনেকেই মারাত্মক ক্ষতিকর সম্মুখীন হয়েছেন। গত কয়েক বছর আগে এই ব্রিজেই একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদেঁ পরে এক নবজাতকের মৃত্যু হয়েছিল।