মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ ॥ নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামের জাহির আলী হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় বাশডর বাজারে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামের বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় কাচন মিয়া, জয়নাল আবেদিন, বশির মিয়া, রাজা মিয়া, মাসুক মিয়া, জলিল মিয়ার পক্ষের লোকজন। এ সময় তারা তারা বৃদ্ধ জাহির আলীকে (৭৫) খুন করে।
মানববন্ধনে গ্রামবাসী এই নির্মম হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
উল্লেখ্য খুনের ঘটনায় জাহির আলীর পুত্র আরশ আলী বাদী হয়ে ৯৩ জনকে আসামী করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়ের পর পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেফতার করেন।