মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : নবীগঞ্জের ১০নং দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট নতুন বাজারে জাল নোটসহ বিয়ানীবাজার থানার এক ব্যক্তিকে আটক করেছে জনতা।
জানা যায়, বিয়ানীবাজার থানার ফারুক মিয়ার পুত্র খালেদ মিয়া রবিবার (৬সেপ্টেম্বর) বিকাল ৪টায় দেবপাড়া ইউনিয়নের সদর ঘাট নতুন বাজারে জয়তুন মিয়ার দোকানে ডিম কিনতে আসে প্রতারক খালেদ।
উক্ত দোকানে দুই হালি ডিম কিনে সে এক হাজার টাকার নোট দেয়। জয়তুন মিয়া টাকা দেখে সন্দেহ হওয়ায় পার্শ্ববর্তী আরেক ব্যবসায়ী শায়েস্তা মিয়াকে দেখালে তারা নিশ্চিত হন এটা জাল নোট।
পরে তাকে নানান জিজ্ঞাসাবাদ করে এবং তার নিজ এলাকার স্থানীয় লোকদের সাথে ফোন আলাপকালে জানা যায় সে জাল টাকার নোট পাচারকারী কারবারি। এছাড়া অন্যান্য অভিযোগ আছে তার উপর।
পরে স্থানীয় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ওসি কাওসার আলমকে খবর দিলে এস আই আরাফাতসহ তিনজন পুলিশ ঘটনাস্থলে এসে সত্যতা পেয়ে তার কাছ থেকে দুইটা এক হাজার টাকার জাল নোট জব্দ করে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয়।