নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 5 June 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Link Copied!

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় নবীগঞ্জেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (৫জুন) সকালে নবীগঞ্জ উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান অতিথি হিসাবে এ ক্যাম্পেইনের উদ্বােধন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধূরী সেলিম।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এবং ইপিআই টেকনিশিয়ান তোহার পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ চম্পক কিশোর সাহা,পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রিয়াংকা পাল চৌধুরী,থানার ওসি অপারেশন আব্দুল কাইয়ুম।

ছবি : নবীগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মোঃ ফয়সল আহমদ,স্বাস্থ্য সহকারী দীপংকর ভট্টাচার্য্য দেবুল,অফিস সহকারী গনিউর রহমান রাসেলসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীবৃন্দ। ৫ জুুুন থেকে ১৯ জুন পর্যন্ত নবীগঞ্জ হাসপাতালে ১ টি স্বাস্থ্য কেন্দ্রসহ ৩১২ টি অস্থায়ী কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭ হাজার ৫ শত ৯৯ জন শিশুর মাঝে নীল ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৮০ জন শিশুর মাঝে লাল ক্যাপসুল  খাওনোর লক্ষ্যমাত্রা রয়েছে নবীগঞ্জ উপজেলায় বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ ।