নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বীমা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ মার্চ) দুপুরে র্যালিটি শুরু হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদের হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের সভাপতিত্বে পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাধারন সম্পাদক মুহিবুর রহমান চৌধুরী তছনু প্রমূখ।
আলোচনা সভায় উপজেলাসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত ইন্সরেন্স কোম্পানীর কর্মকর্তা,মাঠ কর্মী ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,বাংলাদেশে ১৯৭৩ সালে সাধারণ বীমা ও জীবন বীমা কর্পোরেশন প্রতিষ্ঠার মাধ্যমে বীমা খাতের শুরু হলেও ২০২০ সালের পয়লা মার্চ প্রথমবারের মত জাতীয় বীমা দিবস হিসেবে দিনটি পালন করা হচ্ছে।