মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জমহাল নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা ভাংচুর, লুটপাট ও বর্শা দিয়ে বৃদ্ধ জাহির আলী (৭৫) কে হত্যার ঘটনায় নিহতের ছেলে আরস আলী বাদী হয়ে ৯৩ জনের নাম উল্লেখ করে অঞ্জাত আরো ২৪ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ ঘটনায় ১১’জনকে আটক করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ উপজেলার বাশডর (দেবপাড়া) গ্রামে বিজনা নদীর জলমহালের বিরোধকে কেন্দ্র করে ওই গ্রামের বর্তমান মেম্বার রাজা মিয়া, কাচন মিয়া ও সাবেক মেম্বার মনর মিয়ার লোকজন শফিক মিয়া ও রয়মান মিয়ার লোকজনের বাড়িঘরে হামলা ভাংচুর ও লুটপাট চালায় এ সময় জাহির আলী (৭৫) নামে এক বৃদ্ধকে বর্শা দিয়ে আঘাত করে ঘটনাস্থলেই হত্যা করে। এতে গর্ভবর্তী মহিলা ও শিশুসহ আরো অন্তত ৩০’জন আহত হয়। হামলায় ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় প্রায় ৮/১০’লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, এ ঘটনায় ৯৩’জনকে আসামি করে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।