হবিগঞ্জ নবীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ে উদ্যোগে বুধবার( ৯ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা হল রুমে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: রাশেদুল আলম এর সভাপতিত্বে ও স:হ উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: নজরুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। এ সময় উস্থিত ছিল জনসচেনতা মূলক প্রশিক্ষণ গ্রহন কারি আগ্রহীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন বক্তব্যে বলেন, যুব সমাজ আগামী প্রজন্মের ভবিষ্যৎ। যুব প্রশিক্ষণ এর বিভিন্ন বিষয়াদি নিয়ে তিনি আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।