নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ৫ হাজার টাকার জন্য বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা যায়নি। সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার বড় ভাকৈর ইউনিয়নের হলিমপুর গ্রামের পশ্চিম পাড়ায় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ দাশ (৫৫) হলিমপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত গিরিন্দ্র দাশের ছেলে। অভিযুক্ত গপেন দাশ (৩২) মৃত গিরিস দাশের ছেলে।
সরজমিনে গিয়ে জানা যায়, গৌরাঙ্গ দাশ ও তার আপন ভাই গপেন দাশের সঙ্গে জমি ইজারা দেয়ার জন্য ২০ হাজার টাকা দাবি করে গৌরাঙ্গ দাশ ১৫ হাজার টাকা দেয়। ৫ হাজার টাকা কম দেয়ায় দুই ভাইয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়।

ছবি : নবীগঞ্জে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ জানান, দুই ভাইয়ের মধ্যে টাকা নিয়ে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে সংর্ঘষ সৃষ্টি হয় । পরে বড় ভাই ছোট ভাইকে একটা থাপ্পড় দেয়ায় ছোট ভাই রেগে গিয়ে ধাক্কা বড় ভাই কে ধাক্কা দিয়ে মাটিতে পেলে দেয়।
পরে অজ্ঞান অবস্থায় আশেপাশের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। প্রাথমিক ভাবে নিহতের সুরতহাল রিপোর্ট করা হয়েছে পরর্বতীতে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আসামিকে আটকের চেষ্টা চলছে।