নবীগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে জেল জরিমানা - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 31 October 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে চোলাই মদ বিক্রির দায়ে জেল জরিমানা

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধিঃ  নবীগঞ্জ উপজেলার ১ নং ইউনিয়নে চোলাই মদ বিক্রির দায়ে এক মাদক বিক্রেতা কে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (২৯অক্টোবর) রাত ১০ টায় একটি ঘরে চোলাই মদ সেবন, তৈরি ও বিক্রির খবর আসলে উপজেলা প্রশাসন কর্তৃক সংশ্লিষ্ট পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

ছবি : উদ্ধার হওয়া চোলাই মদসহ সরঞ্জামাদি

 

এ সময় পারুল রবিদাস (৩৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে উপস্থিত জনগণের সহায়তায় প্রায় ২০ লিটার চোলাই মদ এবং নির্মাণ সামগ্রী সহ ধৃত করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ১ বছর ১০ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) দণ্ডিত করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান,এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।