ঢাকারবিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

হাসান চৌধুরী,নবীগঞ্জ
ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা-সিলেট মহাসড়ককের নবীগঞ্জের আউশকান্দি এলাকা থেকে ২ টি চোরাই মোটরসাইকেল সহ ২ জনকে গ্রেফতার করেছে সিলেট লালা বাজার ৭ এপিবিএন পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ফেব্রুয়ারি) বিকেলে আউশকান্দি গ্যাস ষ্টেশনের সামন থেকে চোরাই মোটরসাইকেলসহ তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলা কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র নাজমুস সাকিব (২৫) ও নবীগঞ্জ উপজেলা ইনাতগঞ্জ ইউনিয়নের সাবাজপুর গ্রামের মোঃ আবু ইউসুফ বাচ্চু মিয়ার পুত্র জীবন মিয়া (২৫)কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭ লক্ষ ২৬ হাজার টাকার ২ টি চোরাই মোটরসাইকেল আটক করা হয়। এস আই (নিঃ)মোঃ আশরাফুল আলম ঘটনার বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১ (বি) ধারায় হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় এজাহার দাখিল করেন । মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন ৭ এপিবিএন পুলিশ।

Developed By The IT-Zone