অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে চলতি মাসের ২৮ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে প্রার্থী সমর্থক ও ভোটারদের মধ্যে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। প্রতীক বরাদ্দের পূর্বেই শুরু হয়ে গেছে সর্বত্র ভোটের আমেজ।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ২৮ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের দিন ধার্য করা হয়।
নির্বাচনে অংশ নেয়া বিশেষ করে চেয়ারম্যান পদে প্রত্যেক প্রার্থীই তাদের নিজ নিজ সমর্থক নিয়ে গাড়ী,মটর সাইকেলের বহর সহকারে বিশাল শোডাউন করে নিজ অবস্থান জানান দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন।
মঙ্গলবার (২নভেম্বর) মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ক্ষমতাশীন আওয়ামীলীগ,বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৬৩ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দাখিল করেন। এর মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হেভিওয়েট বিদ্রোহী প্রার্থীও রয়েছেন অনেকেই । সাধারন সদস্য মেন্বার পদে ৪৮৪ ও সংরক্ষিত মহিলা মেম্বার পদে ১৭৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা দেবশ্রী দাশ পার্লি।
এদিকে মনোনয়নপত্র দাখিলের আনুষ্ঠানিকতা শেষ করেই প্রার্থী সমর্থকরা মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। সাধারণ ভোটাগণ রয়েছেন নিরব। ভোটাররা মনে করছেন প্রতিটি পদে কে হাসবেন শেষ বিজয়ের হাসি সেটাই হল এখন দেখার পালা।