নবীগঞ্জে চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা : সংবাদ প্রকাশের জের - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 1 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে চেয়ারম্যানের নেতৃত্বে সাংবাদিকদের উপর হামলা : সংবাদ প্রকাশের জের

Link Copied!

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে। হবিগঞ্জের নবীগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারী ত্রাণ বিতরনে অনিয়মের সংবাদ প্রচার করায় সন্ত্রাসী নিয়ে সাংবাদিক শাহ সুলতান আহমেদকে ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পেটালেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুন ও তার লোকজন। এসময় তাকে বাচাতে গিয়ে হামলার শিকার হন সাংবাদিকএম মুজিবুর রহমান ও বুলবুল আহমেদ।

ছবিঃ আহত সাংবাদিক শাহ সুলতান।

শাহ সুলতান দৈনিক প্রতিদিনের সংবাদের নবীগঞ্জ প্রতিনিধি ও উপজেলা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি।

বুধবার (১এপ্রিল) বিকেলে আউশকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। আউশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের নেতৃত্বে অস্ত্র- শস্ত্র সহকারে একদল সন্ত্রাসী দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও নবীগঞ্জ সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি শাহ সুলতান আহমেদ উপর এ হামলা চালায়। এসময় ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনও ক্রিকেট খেলার ব্যাট দিয়ে সাংবাদিককে পিটিয়ে রক্তাক্ত করেন।