নবীগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা : গ্রেপ্তার ২ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাTuesday , 18 May 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে গৃহবধূকে গণধর্ষণের চেষ্টা : গ্রেপ্তার ২

Link Copied!

ইকবাল হোসেন তালুকদার,নবীগঞ্জ প্রতিনিধি।। নবীগঞ্জ পৌরসভার শিবপাশা এলাকায় এনে এক গৃহবধূকে গণধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ দুই জন কে গ্রেপ্তার করেছে। রোববার (১৬ মে) সন্ধ্যায় ঘটনাটি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের নাম নবীগঞ্জ পৌর এলাকার আনমুনু গ্রামের আদালত মিয়ার পুত্র মোহন মিয়া (৩০) উপজেলার পূর্ব জাহিদ পুর গ্রামের সাবু মিয়ার পুত্র জাহিদ মিয়া (২৪) কে আটক করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, নবীগঞ্জ উপজেলার কূশি ইউনিয়নের সমরগাও গ্রামের সুলেমান মিয়ার মেয়ে জৈনিকা কে তুলে এনে গণধর্ষণের চেষ্টা করে ওই বখাটেরা।
নবীগঞ্জ থানার এস আই সমিরন দাশ জানান, সোমবার (১৭ মে) দুপুরে মেয়ের কে কল দিয়ে মোহন মিয়া ও জাহিদ মিয়া বাংলাবাজার আসতে বলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে জাওয়ার জন্য পরে দুই বখাটেকে গ্রামবাসী আটক করে নবীগঞ্জ থানায় খবর দিলে দ্রুত সেখানে গিয়ে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। তিনি আরও বলেন মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
ভিকটিম গৃহবধু জানায়, গত ১০ দিন পূর্বে হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ইউনিয়নের ভট্রপাড়া গ্রামের আরজু মিয়ার পুত্র রুবেল মিয়ার সঙ্গে কোট মেরেজ এর মাঝে বিয়ে হয়। বিয়ে হলে ও স্বামী বাড়ি না গিয়ে আমার বাবার বাড়িতে ছিলাম গতকালকে রোববার মোহন মিয়া আমাকে কল দিয়ে বলে আমাকে নাকি আমার স্বামী বলছে জাওয়ার জন্য তাই আমি তাদের সঙ্গে চলে আসি আসার পর আমাকে এক ঘরে নিয়ে মোহন ও জাহিদ সহ কয়েক জন ধর্ষণ করার চেষ্টা করে। পরে আমি জুর পূর্বক তাদের কাছ থেকে পালিয়ে জাই।
বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ডালিম আহমেদ।