মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় পুলিশের অভিযানে সাইফুল ইসলাম (২৭) নামে মামলার ২য় আসামীকে গ্রেফতার করেছে নবীগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিনাজপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, সোমবার রাতভর অভিযান শেষে মঙ্গলবার দিনব্যাপী গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নির্দেশে ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে এস আই শামসুল ইসলামসহকারে পুলিশের বেশ কয়েকটি টিম আউশকান্দি ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। রাত ১০টার দিকে মিনাজপুর গ্রামে অভিযান পরিচালনা করে মামলার ২য় আসামী সাইফুল ইসলাম (২৭) কে গ্রেফতার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, মামলার ২য় আসামী সাইফুলকে গ্রেফতার করা হয়েছে অপর আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে (৫ অক্টোবর) মঙ্গলবার ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে ও ৩ জনকে অজ্ঞাত করে মোট ৬ জনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।