ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ থেকে ৫ কেজি ১০ গ্রাম গাঁজা ০২টি মোবাইল ও ০২টি সীমকার্ড’সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৭ জুলাই) রাত ১১ টার দিকে র্যাব-৯ এর অতিঃপুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে অভিযান পরিচালনা করে নবীগঞ্জ উপজেলার ০৯ নং বাউসা ইউনিয়নের ভরপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত হল, উপজেলার বাউসা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতলিব উল্লার ছেলে আব্দুল হামিদ (৩৫)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র্যাব মাদক আইনে মামলা দায়েরপূর্বক তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯।