নবীগঞ্জে গরু চুরিকালে চোর জনতার হাতে আটক : গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 22 August 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে গরু চুরিকালে চোর জনতার হাতে আটক : গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

অনলাইন এডিটর
August 22, 2020 10:36 pm
Link Copied!

ছবি: চুরিকালে আটক চোর।

 

মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে গতকাল শনিবার এক গরু চোরকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। গুরুত্বর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান জানান, শনিবার ভোররাতে উপজেলার আউশকান্দি এলাকার মিঠাপুকুর গ্রামে একদল চোর হানা দেয়। এ সময় স্থানীয় গ্রামবাসী বিষয়টি আঁচ করতে পেরে তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে গেলেও এক চোরকে আটক করে গণধোলাই দেয় গ্রামবাসী। পরে সকালে পুলিশকে খবর দিলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

তিনি আরো জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি। এছাড়া আটককৃত চোর এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।