নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটা : ট্রাক্টর এক্সাভ্যাটর জব্দ : আটক ৪ - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 28 August 2020

নবীগঞ্জে গভীর রাতে পাহাড় কাটা : ট্রাক্টর এক্সাভ্যাটর জব্দ : আটক ৪

Link Copied!

ছবি : প্রশাসনের হাতে আটক পাহাড় কাটার জন্য ব্যবহৃত এক্সাভ্যাটর।

মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ : নবীগঞ্জ উপজেলার পাহাড়ি দ্বীপ খ্যাত দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামে পাহাড় কাটা চলছে এমন সংবাদের খবর পেয়ে গভীর রাতে অভিযান পরিচালনা করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২৭আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পাহাড় কাটায় ব্যবহৃত ১টি ট্রাক্টর ও একটি এক্সাভ্যাটর মেশিন জব্দ করা হয়েছে । এবং পাহাড় কাটায় জড়িত ৪জনকে আটক করা হয়েছে। আটককৃত ৪জনের মধ্যে ৩জন ট্রাক চালক।
জানা যায়, সম্প্রতি উপজেলার পাহাড়ি অঞ্চল খ্যাত দিনারপুর পরগণার পানিউমদা ইউনিয়নের বড়গাঁও গ্রামের লুৎফুর রহমান স্থানীয় একটি পাহাড় থেকে অবৈধভাবে রাতের আধারে পাহাড় কেটে উজার করছিল। পাহাড় কেটে পাহাড়ি মাটি দিয়ে নিকটবর্তী স’মিলের জায়গা একটি ভরাট করা হচ্ছিল।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন নেতৃত্বে ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এস আই মাজহারুল ইসলামসহ কারে একদল পুলিশ পানিউমদা এলাকার বড়গাঁও গ্রামে অভিযান চালান।
অভিযানকালে তিনজন ট্রাক্টর চালকসহ ৪জনকে আটক করা হয়। অভিযানে একটি ট্রাক্টর ও একটি পাহাড় কাটার মেশিন এক্সাভ্যাটর জব্দ করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইজাজুর রহমান উপস্থিত ছিলেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন দৈনিক “আমার হবিগঞ্জকে” অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়