নবীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সিআইজি কনগ্রেস অনুষ্ঠিত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSunday , 5 June 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক সিআইজি কনগ্রেস অনুষ্ঠিত

Link Copied!

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল ট্যাকনোলজি প্রোগ্রাম ফ্রেজ \ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় সিআইজি কনগ্রেস ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা অজিত রঞ্জন দাশের সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম মাকসুদুল আলম।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা প্রানী সম্পাদক কর্মকর্তা ডাঃ আজিজুল হক, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ আসাদ উল্লাহ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরী তছনু, সহ-সভাপতি এম.এ মুিহিত, সাবেক সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরী, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন গোলাম হোসেন, জামাল উদ্দিন, মায়া দাশ, বিশ্বজিত দাশ নারায়ন প্রমুখ।