নবীগঞ্জে কৃষি পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাMonday , 10 October 2022
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কৃষি পণ্যের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

Link Copied!

নবীগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে কৃষি পণ্যের দোকানে রশিদ ছাড়া পণ্য বিক্রি ও তালিকা না থাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০অক্টোবর) বিকেলে কৃষি দ্রব্য এর মেয়াদ, সার এর মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করা হচ্ছে কিনা? স্লিপ দেয়া হয় কি না? ইত্যাদি বিষয়ে মনিটরিং এর জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহায়তা কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার।

এ সময় প্রসিকিউশন সহায়তা প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,ও আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করেন এস আই দূর্গা দাশের নেতৃত্বে একদল পুলিশ।

রশিদ ছাড়া পণ্য বিক্রিও তালিকা না থাকায় ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুযায়ী নবীগঞ্জ বীজঘর কে ৫ হাজার টাকা, মেসার্স চিত্তরঞ্জন স্টোর কে ২ হাজার টাকা,মেসার্স চক্রবর্তী স্টোর কে ২ হাজার টাকা করে ৯ হাজার টাকা জরিমানা ও কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিষয়টি নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি শাহীন দেলোয়ার বলেন,উপজেলা প্রশাসন কর্তৃক এরূপ অভিযান অব্যাহত থাকবে।