নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২১-২০২২ অর্থ বছরে খরিফ ১- মৌসুমে উফশী আউশ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রনোদনা কর্মসূচীর আওতায় ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও ধান কাটার মেশিন বিতরণের শুভ উদ্বোধন করছেন হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি। বুধবার (১৩এপ্রিল) দুপুরে বীজ ও সার বিতরণ করা হয় ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন আহমদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, নবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা এ. কে.এম মাকসুদুল আলম, সদর ইউনিয়ন চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইকবাল আহমেদ বেলাল, দীপন ধর, সাজু আহমেদ।
এময় স্থানীয় সামাজিক রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা কর্মকর্তা কর্মচারী, কৃষকগন উপস্থিত ছিলেন।