নবীগঞ্জে কৃষকদের মধ্যে আশার আলো দেখালেন এমপি মিলাদ গাজী - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 April 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কৃষকদের মধ্যে আশার আলো দেখালেন এমপি মিলাদ গাজী

Link Copied!

দিপু আহমেদ,নবীগঞ্জ :  আসন্ন বোরো মৌসুমে নবীগঞ্জ উপজেলা থেকে ২ হাজার ৩১৮ মেট্রিক টন ধান সংগ্রহ করবে বলে লক্ষ্যমাত্র নির্ধারণ করেছে সরকার। এজন্য একটি উপজেলা ভিত্তিক তালিকাও প্রকাশ প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়।শ্রমিক সংকটের কারণে ধান ঘরে তুলা নিয়ে কৃষকরা যখন দুশ্চিন্তায় রয়েছেন,তখনই আশার আলো দেখালেন এমপি মিলাদ গাজী।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নবীগঞ্জ উপজেলার বিভিন্ন  হাওরসহ  ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন এলাকার হাওরে সরকারী ভাবে ধান কাটার যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন করেন তিনি।
উদ্বোধনকালে তিনি বলেন,বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার মাননীয় প্রধানমন্ত্রী কৃষিখাতকে আলাদাভাবে গুরত্ব দিয়ে থাকেন, তিনি আরো বলেন এই মেশিনের মাধ্যমে সময় এর অপচয় হচ্ছে না বাড়তি লোকবল ও লাগবেনা। তাড়াতাড়ি ধান কেটে ঘরে নেওয়া সম্ভব।নবীগঞ্জ বাহুবলের প্রতিটি ইউনিয়নে ১টি করে যান্ত্রিক মেশিন দেওয়া হবে বলে জানান এমপি মিলাদ গাজী।কৃষকদের কথা চিন্তা করে মাননীয়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিনামূল্যে সার ও বীজধান বিতরন করেছেন। এবং সরকারী ভাবে আবার কৃষকদের কাছ থেকে অধিকমূল্যে ধান ক্রয় করছেন।

ছবি : নবীগঞ্জে মেশিন দিয়ে ধান কাটার আনুষ্টানিক উদ্বোধন করলেন এমপি মিলাদ গাজী

তিনি আরো বলেন এবারের করোনা ভাইরাস মোকাবেলার জন্য কৃষকদের কথা চিন্তা করে সরকার ভতুর্কি দিয়ে ধান কাটার যান্ত্রিক মেশিন কৃষকদের কাছে পৌছে দিয়ে প্রমান করলেন জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। তিনি কৃষকদের কথা ভাবেন, সরকারী ভাবে যান্ত্রিক মেশিন দিয়ে ধান কাটার উদ্বোধন কালে এইসব কথা বলেন এমপি মিলাদ গাজী।
উদ্বোধন কালে সাথে ছিলেন, নবীগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার বিশ্বজিত কুমার পাল,কৃষি অফিসার এম,কে মাকসুদুল করিম,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি  আক্তার হোসেন ছুবা,আওয়ামীলীগ নেতা আঃ শফি,সাজুসহ প্রমুখ।