অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি :
নবীগঞ্জ উপজেলার সোমবার( ১১ সেপ্টেম্বর) বিকালে কুশিয়ারা নদীতে অভিযানে চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল আটক উপজেলা প্রশাসন ।
উপজেলা প্রশাসন সূত্রে জানাযায়, নবীগঞ্জে উপজেলার কুশিয়ারা নদীতে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী অভিযান চালিয়ে প্রায় ২হাজার মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আসাদ উল্লাহ , আইনশৃঙ্খলা রক্ষা ও প্রসিকিউশন সহায়তা প্রদান করেন ইনাতগঞ্জ পুলিশ পাড়ির এস আই মোঃ শাহজাহান মিয়া ।
অভিযানের সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।