মোঃ হাসান চৌধুরী, নবীগঞ্জ প্রতিনিধি।। করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে নীরব শহর। এই সুযোগে নবীগঞ্জে এক কিশোরীকে রাস্তায় একা পেয়ে অপহরণের চেষ্টা চালিয়েছে এক এ্যাম্বুলেন্স চালক।
খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ কর্মকর্তাদের চৌকষ নেতৃত্ব কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয় এবং চালক কে আটক করে।
গত শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। আটককৃত এ্যাম্বুলেন্স চালক সিলেটের বালাগঞ্জ উপজেলার জামালপুর গ্রামের বশির মিয়ার ছেলে সুন্দর আলী (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা থেকে এ্যাম্বুলেন্স নিয়ে সিলেট ফিরছিলেন সুন্দর আলী। পথিমধ্যে নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার সালামতপুর এলাকায় পৌঁছামাত্রই নীরব রাস্তায় সে এক কিশোরীকে একা হেঁটে যেতে দেখে। এ সময় সে গাড়ি আটকিয়ে ওই কিশোরীকে ফুসলিয়ে গাড়িতে তুলে। এক পর্যায়ে ভয়ে কিশোরী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে তখন গাড়িসহ (ঢাকা মেট্রো-ছ ৭১-২১৩৩) চালক সুন্দর আলী পালিয়ে যায়।
পরে নবীগঞ্জ থানায় খবর দিলে পুলিশ কুর্শি থেকে চালক সুন্দর আলীকে আটক করে থানায় নিয়ে আসে।এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মেয়েটিকে অপহরণ করাই তার মূল উদ্দেশ্য ছিলো। এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।