নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 1 April 2021
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত

Link Copied!

নবীগঞ্জ প্রতিনিধি।।  হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মঙ্গলবার আকস্মিক বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে পৌরসভাসহ ইউনিয়নের প্রায় তিন শতাধিক ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার(৩০মার্চ )সাড়ে ৬ টা থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত থেমে থেমে উপজেলার দক্ষিণ থেকে পূর্বদিকে বয়ে যায় এই ঝড়। এইসময় কালবৈশাখীর নবীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১৩ টি ইউনিয়নের  শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ের তাণ্ডবে অনেক ঘরের টিন কৃষি জমিতে এমনকি গাছ ভঙ্গে ও গাছের ডালে আছড়ে পরে। ভেঙে পরে কয়েক সহস্রাধিক গাছগাছালি। বিভিন্ন ইউনিয়নে গাছগাছালি ভেঙে ঘরের উপর ও রাস্তায় আছড়ে পড়ে। এছাড়া বিদ্যুতের প্রায় অর্ধশতাধিক হেলে পড়লে এবং বিদ্যুৎ লাইন ছিঁড়ে গেলে অনেক ক্ষতি হয়।  এ রিপোর্ট লেখা পর্যন্ত নবীগঞ্জ উপজেলার অনেক গ্রাম এখনো বিদ্যুৎবিহীন।

ছবি : নবীগঞ্জে কালবৈশাখী ঝড়ে তিন শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে

উপজেলার তিনটি  ইউনিয়ন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার মধ্যে দেবপাড়া ইউনিয়ন ,আউশকান্দি ইউনিয়ন, ইনাতগঞ্জ ইউনিয়ন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । নবীগঞ্জ উপজেলার নবীগঞ্জ টু আউশকান্দি যানচলাচল প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিন উদ্দিন জানান, উপজেলার তিনটি ইউনিয়ন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেবপাড়া ইউনিয়ন,আউশকান্দি ইউনিয়ন,  ইনাতগঞ্জ ইউনিয়ন, উপজেলার সর্বমোট ৩৫ টি ঘর বিধ্বস্ত হয়েছে এবং ২৯২ ঘর আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের চূড়ান্ত তালিকা হাতে পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহযোগিতার জন্য আবেদন করা হবে।