মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের ক্রাইম জোন হিসাবে ক্ষেত বোয়ালজুর গ্রামের কাঠমিস্ত্রির বসত ভিঠা দখল করে নিয়েছে প্রভাবশালী একটি চক্র। মামলার প্রেক্ষিতে জানাযায়, জীবিকার তাগিদে নবীগঞ্জ শহরে একটি দোকানে কাজ করতেন যান ওই গ্রামের মৃত হাজী আনফর উল্লার পুত্র কাঠমিস্ত্রী দুদু মিয়া। বাড়িতে থাকতো তার পরিবারের লোকজন। এতে কাঠমিস্ত্রির বাড়ির উপর কু-নজর পড়ে প্রতিবেশী মৃত কনর মিয়ার পুত্র আলী হোসেন ও আছাব মিয়া। এক পর্যায়ে প্রভাবশালীরা দুদু মিয়া ও তার পরিবারের লোকজনকে বাড়ি- ঘর থেকে উচ্ছেদ করে দেয়। শুধু তাই নয়। প্রভাবশালীরা দুদু মিয়ার বোনের বাড়ি- ঘরও দখল করে নেয়। সম্পত্তি উদ্ধারের জন্য বিজ্ঞ আদালতে দুদু মিয়া বাদী হয়ে কয়েকটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আদালত ১৪৪ ধারা জারি করেন। ১৪৪ ধারা জারি অমান্য করে জবর দখল করে বহাল তবিয়তে রয়েছে।
কাঠমিস্ত্রি দুদু মিয়াকে মামলা তুলে নিতে প্রতিনিহত হুমকি ধামকি দিয়ে আসছে প্রভাবশালী মহল। তাদের অব্যাহত হুমকিতে নিরাপত্তাহীনতায় ভূগছেন কাঠমিস্ত্রীর পরিবারের লোকজন। দখলবাজ আলী হোসেন ও আছাব মিয়ার অপকর্মের বিরোদ্ধে কেউ মূখ খুলতে সাহস পায় না। প্রতিবাদ করলেই চালানো হয় নানা ধরনের নির্যাতন। ২য় পক্ষের মোঃ আলী হোসেন এর ঈধংব ঘড়. ৮০/২০১৪ ট/ঝ, ১৪৪ ড়ভ ঃযব ঈৎ.চপ. তারিখ ১২.০৫.২০১৬. বিপক্ষে যায়। এখন পর্যন্ত তারা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে যাচ্ছে। তাদের অপকর্মের বিরুদ্ধে প্রশাসানের সু-দৃষ্টি কামনা করছেন নিরহ কাঠমিস্ত্রির পরিবারের লোকজন।