নবীগঞ্জ (হবিগঞ্জ)প্ রতিনিধিঃ হবিগঞ্জের নবীগঞ্জ সরকারী কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ খালেকুজ্জামানকে (এডিশন) কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন শনিবার (১৭এপ্রিল) বলেন, প্রভাষক মোঃ খালেকুজ্জামানের (এডিশন) বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তাই ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে গত মঙ্গলবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
অভিযোগে জানা যায়, নবীগঞ্জ সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. খালিকুজ্জামান প্রতিষ্ঠানটির ডিগ্রী (৩য় বর্ষের) এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে যৌন হয়রানীমুলক কু-প্রস্তাব দিয়ে । কিন্তু তাতে সে সম্মতি না দেয়ায় ইনর্কোসে কম নাম্বার দিবেন বলে হুমকি দেন। তাই বাধ্য হয়ে ওই ছাত্রী অধ্যক্ষ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ প্রসঙ্গে অভিযুক্ত প্রভাষক মো. খালিকুজ্জামান জানান, অধ্যক্ষ ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আমি একজন সাক্ষী। তাই তারা আমার বিরুদ্ধে মিথ্যা ও সাজানো অভিযোগ দিয়েছে।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্ণিং কমিটির দ্বায়িত্ব প্রাপ্ত সভাপতি শেখ মহিউদ্দিন বলেন, সমাজ বিজ্ঞানের প্রভাষক মো. খালিকুজ্জামনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে গঠিত তদন্ত কমিটি রির্পোটে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
তাই আগামী ১০ কর্ম দিবসের মধ্যে লিখিতভাবে ওই নোটিশের জবাব দিতে বলা হয়েছে। নোটিশের জবাব দেওয়ার পর পরর্বতীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।