নবীগঞ্জে কর্মহীন জনসাধারণের মধ্যে শেখ সুজাত - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাSaturday , 16 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে কর্মহীন জনসাধারণের মধ্যে শেখ সুজাত

Link Copied!

দিপু আহমেদ,নবীগঞ্জ প্রতিনিধি :  করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে কার্যত ‘লকডাউন’ সারাদেশ। এর প্রভাবে খেটে খাওয়া দিনমজুররা দিশেহারা। এর প্রভাব পড়েছে নবীগঞ্জ বাহুবল উজেলায়ও। দিনমজুর খেটে খাওয়া মানুষের কাজ নেই তাই পকেটে টাকাও নেই। মজুত যা ছিল তা শেষ হয়েছে শুরুতেই, এখন ঘরে নেই খাবারও। খেয়ে না খেয়ে আছেন অনেকেই।
সংকটময় এই মূহুর্তে এসব মানুষের কথা  ভুলেননি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জননেতা আলহাজ্ব শেখ সুজাত মিয়া সাবেক এমপি ।

ছবি: আলহাজ্ব শেখ সুজাত মিয়ার ফাইল ছবি

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়ন বঞ্চিত ছিলেন তিনি । নবীগঞ্জ ও বাহুবল  উপজেলার ২০টি ইউনিয়ন এবং একটি পৌরসভা রয়েছে। তিনি এসব এলাকার ১০ হাজার কর্মহীন মানুষকে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন, তাও আবার নিজ খরচেই। প্রস্তুত কাজ শেষ হলেই  এ খাদ্য সামগ্রী বিতরণ শুরুও করবেন বলে জানান তিনি। প্রথমদিনে নবীগঞ্জ বাজারে একটি গোদামে খাদ্য সামগ্রী প্যাকেটজাত কার্যক্রম শুরু করেন।
নবীগঞ্জ  উপজেলার ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়ন, ২ন পূর্ব বড় ভাকৈর ইউনিয়ন,পৌরসভা সহ প্রতিটি ইউনিয়নের অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে। পর্যায়ক্রমে বাকি ইউনিয়নে ও বিতরণ করা হবে।
এ বিষয়ে আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, ‘বর্তমানে করোনা ভাইরাস পরিস্থিতিতে দেশের লাখ-লাখ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রা। অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবন-যাপন করছে নিম্ম আয়ের অগনিত মানুষ।
তিনি বলেন, এ ভয়াবহ পরিস্থিতি থেকে মানবজাতীকে রক্ষা করতে মহান আল্লাহ’র অশেষ দয়া ছাড়া আর কোন উপায় নেই। সকলকে ধৈর্য্য ধরে নিরাপদে ঘরে থাকার আহবান জানান তিনি।’
শেখ সুজাত মিয়া বলেন, ‘দু:সময়ে মানুষের পাশে দাঁড়ানোর মধ্যে আলাদা তৃপ্তি আছে। যা কখনো অর্থ দিয়ে কেনা যায় না। বিশেষ করে করোনা প্রাদুর্ভাব রোধে সারাদেশ যখন লকডাউন, তখন আমার নবীগঞ্জ -বাহুবল উপজেলার দিনমজুর খেটেখাওয়া মানুষের কষ্টের সীমা নেই। এসব দেখে আমারও খুব কষ্ট হয়। সামাজিক দায়বদ্ধতা থেকে এজন্য তাদের পাশে দাঁড়াতে উদ্যোগ নিয়েছি।’
এ বিষয়ে আমার দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশনাও রয়েছে। তারা দলের নেতাকর্মীদের এই দুঃসময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবানও জানিয়েছেন। এজন্য আমি আল্লাহর নাম নিয়ে সাহস করে নিজ অর্থায়নে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছি।
সামাজিক দূরত্ব বজায় রেখে প্রকৃত অসহায় মানুষের তালিকা করে দলের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরে দিয়ে মানুষের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে । তিনি করোনাভাইরাসের দ্বারা তৈরি হওয়া এই কঠিন সময়ে বিত্তবান সবাইকে গরিব-অসহায়দের পাশে দাঁড়ানো উচিত বলেও উল্লেখ করেন।
খাদ্য সামগ্রী সহায়তার প্রস্তুতির খবর পেয়ে খুশি হতদরিদ্ররা। তারা বলছেন, বিত্তবান মানুষের অভাব নেই এই দুই উপজেলায়। কিন্তু এই দুর্যোগপূর্ণ মুহূর্তে এখনো কোনো রাজনীতিবিদ এগিয়ে আসেননি। শেখ সুজাত মিয়া তাদের দুঃসময়ে এগিয়ে এসেছেন। এজন্য তারা তার প্রতি কৃতজ্ঞ বলেও জানান।
তিনি আরও বলেন, আপদকালীন সময়ে সামাজিক দায়বদ্ধতা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সকল বিত্তবানদের নৈতিক দায়িত্ব। ভয়াবহ এ পরিস্থিতি মেকাবেলায় স্ব-স্ব অবস্থান থেকে সহায়তার হাত বাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান। এ পরিস্থিতিতে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকেই তিনি নবীগঞ্জ-বাহুবলের ২০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় নিম্ম আয়ের ১০ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগে গ্রহন করেছেন।
খাদ্য সামগ্রীর মধ্যে চাল, ডাল, পিয়াজ ও আলু রয়েছে। খাদ্য সামগ্রী প্যাকেটজাতকরনের সময় নবীগঞ্জ কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক,জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য অলিউর রহমান অলি সহ অন্যান্য
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।