নবীগঞ্জে করোনা শনাক্তের দিনই এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাThursday , 16 July 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে করোনা শনাক্তের দিনই এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

Link Copied!

দিপু আহমেদ, নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে জগদিশ চন্দ্র দাশ (৬০) নামে এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) করোনা শনাক্তের দিনই তিনি মারা যান। তার বাড়ি নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে।

নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, জগদিশ চন্দ্র দাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠ পর্যায়ে সহকারী সুপারভাইজার উপজেলার বড়ভাকৈর এবং করগাও ইউনিয়নের দায়িত্বে ছিলেন। চলতি মাসের ১৩ জুলাই করোনার নমুনা দিলে ১৫ জুলাই রির্পোট পজিটিভ আসে। এছাড়া ও তিনি বিভিন্ন রোগে ভুগছিলেন।

 

 

তিনি আরো বলেন করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে ৯৬৭ জনের। এ পর্যন্ত নবীগঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১শ ১১জন লোক। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ও ফিরেছেন অর্ধশতাধিক লোক।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্বাস্থ্যকর্মীর মৃত্যুর পর নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে দেখা দিয়েছে আতঙ্ক।

স্থানীয়রা জানান, করোনায় এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুর খবরে চরম আতঙ্ক বিরাজ করছে জনমনে।