সলিল বরণ দাশ, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একই পরিবারের ০৫ জন সহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা ১০৫ জনে দাঁড়িয়েছে। নতুন করে করোনা শনাক্তের মধ্যে অধিকাংশই ১৩ নং পানিউন্দা ইউনিয়নের শঙ্করপুর গ্রামের একই পরিবারের সদস্য।
নতুন ১১ জন করোনা আক্রান্ত রোগী হলেন, নবীগঞ্জের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.হানিফ মোতাহার(৩০), ওসমানী রোডের সোহাগ (৩০), সাকোয়া বাজারের রাজু মিয়া (২৬ )চসস, শান্তি পাড়া আ/এ দেলওয়ার হোসেন (৮০), বাহুবলের জয়পুরের মোঃ আবিদ আলী(৪১), হবিগঞ্জ এনাতাবাদ আলী আ/এ আব্দুস শহীদ(৪৯),১৩নং পানিউন্দা ইউনিয়নের শংঙ্করপুর গ্রামের ভিশন ইলেকট্রনিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুভাষ ভৌমিক(২৪), তার পরিবারের ০৫ সদস্য করোনা আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত পরিবারের অন্যান্য সদস্যরা হলো বাবা সুধাংশু ভৌমিক (৬২), মা রীনা ভৌমিক (৪৫), দাদী সুমী রানী ভৌমিক (৮০),বোন লিপি রানী ভৌমিক (২০)।
বুধবার (১৫ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা।
এব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, উপজেলায় এ পর্যন্ত ৯৬৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে রিপোর্ট এসেছে ৮৩২ টি। আজ নতুন ১১ জন সহ সর্বমোট ১০৫ জনে করোনায় আক্রান্ত হয়েছেন। বাকী ৭২৭ টি রিপোর্ট নেগেটিভ।
আক্রান্ত একই পরিবারের ০৫ জনকে নিজের হবিগঞ্জ সদর হাসপাতালে আইসুলেশনে ও বাকীদের নিজের বাসায় থেকে চিকিৎসা নিতে বলা হয়েছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৫৮ জন সুস্থ হয়ে উঠেছেন।