সলিল বরণ দাশ, নবীগঞ্জ থেকেঃ করোনা ভাইরাস বিপর্যস্ত পুরো বিশ্ব। বাংলাদেশের সব জায়গার মতো নবীগঞ্জও করোনা বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারেনি। প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেকে প্রাকৃতিক উপাদানের দিকে ঝুঁকেছে। এতে বাজারে ভিটামিন-সি সমৃদ্ধ মাল্টা ও কমলা মতো ফলগুলোর চাহিদা বেড়েছে অনেক।
কিন্তু বাড়তি চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে এসব ফলের দাম বেড়ে গেছে অস্বাভাবিক হারে। অন্যান্য ফলের দাম এখন স্বাভাবিক অবস্থায় ফিরলেও দাম বাড়ছে কমলা ও মাল্টার। ফল ব্যবসায়ীরা বলছেন, মাল্টা-কমলার বাজার আগামীতে আরো বাড়তে পারে। করোনার কারণে চাহিদা বৃদ্ধি পাওয়ায় দাম অস্বাভাবিক বাড়চ্ছে। তবে অতিরিক্ত চাহিদায় ব্যবসায়ীদের সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) নবীগঞ্জ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় শেরপুর রোড প্রতিকেজি ভারতীয় কমলা ২৪০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। করোনার প্রভাব বাড়ার সঙ্গে সঙ্গে কমলার দাম বেড়েছে। এক মাস আগেও এই কমলা ১২০ থেকে ১৫০ টাকা দরে বিক্রি হয়েছে।
এক সপ্তাহ আগে মিশরীয় কমলা ২২০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখন ২৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া নগরীতে ২৮০ টাকার আনার এখন ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দক্ষিণ আফ্রিকান মাল্টা ১৬০ টাকা থেকে বেড়ে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, নবীগঞ্জে করোনা রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় সরবরাহের তুলনায় হঠাৎ করেই মাল্টা ও কমলার চাহিদা বেড়েছে। ফলে বাড়তি দামে ফল বিক্রি করতে হচ্ছে।
ওসমানী রোডের ফল বিক্রেতা সুমন বলেন সব ধরনের ফলের দাম বাড়তি। সামনে আরো বাড়বে। করোনার কারণে কমলা-মাল্টার চাহিদার তুলনায় সরবরাহ কম। সব ফলই বিদেশ থেকে আসে। এছাড়া প্রতিকেজি আপেল ১৭০ থেকে ২০০টাকা, ড্রাগন ৪০০, পেয়ারা ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এব্যপারে জানতে চাইলে মুক্তিযুদ্ধা ফল ভান্ডারের পাইকারী ব্যবসায়ী রিপন দাশ বলেন, ‘আমাদের মাল্টা-কমলা আসে সাধারণত হবিগঞ্জ, সিলেট ও ঢাকা থেকে। ঢাকা-সিলেট দাম বাড়লে তখন দাম বাড়ে আর দাম কমলে তখন আমাদের এখানে দাম কমে আসে। তার ওপর করোনার কারণে চাহিদা বাড়ায় কমলা-মাল্টার দাম একটু বাড়তির দিকে।
এব্যপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন এব্যাপারে বাজার যাচাই করে বেশি মুনাফা লোভী ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।