নবীগঞ্জে করোনায় ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাFriday , 24 September 2021

নবীগঞ্জে করোনায় ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু

Link Copied!

অঞ্জন রায়, নবীগঞ্জ প্রতিনিধি :   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা করােনাভাইরাসে আক্রান্ত হয়ে বিষ্ণু পদ ভট্টাচার্য ( ৫২ ) নামে এক ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে । শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ) সকালে বিষ্ণু পদ ভট্টাচার্যের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ।
বিষ্ণু পদ ভট্টাচার্য চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামের শ্রী নিবাস ভট্টাচার্যর ছেলে । তিনি বিগত ৩ বছর ধরে নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ।
পরিবার সূত্রে জানা যায় , গত ( ২ সেপ্টম্বর ) করােনা টেস্ট করান বিষ্ণু পদ ভট্টাচার্য । পরীক্ষায় করােনা পজিটিভ আসে । এরপর অবস্থার অবনতি হলে তাকে সিলেটের মাউন্ট এডােরা হাসপাতালে ভর্তি করা হয় ।
সেখানে বৃহস্পতিবার ( ২৩ সেপ্টেম্বর ) দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন । শুক্রবার ( ২৪ সেপ্টেম্বর ) দুপুরে বিষ্ণু পদ ভট্টাচার্যের গ্রামের বাড়ি চুনারুঘাট উপজেলার পূর্ব বড়াইল গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে ।
এ প্রসঙ্গে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন , বিষ্ণু পদ ভট্টাচার্য নবীগঞ্জ সদর ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ।
তিনি করােনাভাইরাসে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে সিলেটের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন । তার মৃত্যুতে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা রাজস্ব পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা করছি ।

নবীগঞ্জ সর্বশেষ
এই সপ্তাহের পাঠকপ্রিয়