নবীগঞ্জে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত সন্তান প্রসব - আমার হবিগঞ্জ | Amar Habiganj
ঢাকাWednesday , 20 May 2020
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে করোনায় আক্রান্ত স্বাস্থ্যকর্মীর মৃত সন্তান প্রসব

Link Copied!

মোঃ হাসান চৌধুরী নবীগঞ্জ প্রতিনিধি   :  করোনা উপসর্গ নিয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্যকর্মী মহিলার মৃত সন্তান প্রসব করেছেন । ওই মহিলার করোনা নমুনা সংগ্রহ করে রিপোর্টে করোনা পজিটিভ আসে। করোনা পজিটিভ থাকার কারনে স্বাস্থ্যকর্মী মহিলার নব-জাতক শিশুর মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ডাক্তারা। খবরটি নবীগঞ্জ উপজেলায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে আতংক দেখা দেয়।

জানা যায়,নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা স্বাস্থ্য কেন্দ্রের সদর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী নবীগঞ্জ পৌর এলাকার কেলি কানাইপুরের বাসিন্দা জনৈক স্বাস্থ্যকর্মী বুধবার (২০মে) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ডেলিভারীর সময় মৃত সন্তান প্রসব করেন।

নব-জাতক শিশুর মায়ের করোনা উপসর্গ লক্ষণ থাকার কারনে ডাক্তাররা মৃত সন্তান প্রসবের কারন উদ্ধারের জন্য স্বাস্থ্যকর্মীর করোনা সন্দেহে নমনু সংগ্রহ করলে তার রিপোর্ট পজেটিভ আসে। ডাক্তাররা ধারণা করছেন মায়ের করোনা পজিটিভ থাকার কারনেই নব-জাতক শিশুর মৃত্যুর কারন হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডাক্তার প্রিয়াংকা পাল চৌধুরী। এনিয়ে নবীগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১৯ জন।