মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ থেকে: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে প্রতিদিন যেখানে পুলিশ,সেনাবাহিনীর, ইউএনও ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য প্রশাসনের লোক দিনরাত পরিশ্রম করে শহর, নগর, বন্দর,হাট-বাজারে মানুষকে সচেতন করতে জীবনবাজী রাখছে সেখানে এইসব তোয়াক্কা না করে প্রশাসনের চলে যাওয়ার পরেই চলছে অবাধ অনিয়ম চলাফেরা। লকডাউন থাকা অবস্থায় যেখানে প্রয়োজন ছাড়া বাইরে বেরোনোর জন্য বারংবার মানুষকে অনুরোধ করে সচেতন করা হচ্ছে সেখানে ও চলছে যত্রতত্র আড্ডা।
নবীগঞ্জের দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে প্রতিদিন ২/৩ বার সেনাবাহিনীর টহল পুলিশ প্রশাসনের অভিযান থাকা সত্ত্বেও কেউ মানছেনা এই নিয়ম। গতকাল (৩১মার্চ) মঙ্গলবার মাইকিং করে নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সবাইকে কঠোর হুশিয়ারি দেওয়ার পরে বুধবার(১ এপ্রিল) সকালে দেখা গেছে খোলা বাজারে অপরিচ্ছন্ন হাতে তরমুজ কেটে বিক্রি করতে। তরমুজ কাটার পরে আনাগোনা মাছি উড়ছে তা দেখে ও অসচেতন ক্রেতারা তা ক্রয় করে অস্বাস্থ্যকর পরিবেশের এ খাদ্য খাচ্ছেন যার কারণে ভাড়তে পারে করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান,আমরা প্রশাসনের কথা রাখতে গিয়ে আমাদের ব্যবসা বন্ধ করে দিছি যাতে খুব সহজে এই ভাইরাস থেকে আমরা রক্ষা পাই কিন্তু এভাবে এই ধরনের অস্বাস্থ্যকর খাবার যদি বাজারে বিক্রি হয় তাহলে আমরা বাজারবাসী করোনার ঝুঁঁকিতে আছি। তাই এলাকাবাসীর দাবি এরকম অনিয়ম এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রেতাদের প্রতি প্রশাসন আরো বিশেষ নজর দেওয়া হউক।