ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ।। হবিগঞ্জের নবীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রুনা ফেরদৌস (৫২) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ জুলাই) সিলেটে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণ করেন ঢাকায় যাওয়ার পথিমধ্যে ওনার মৃত্যু হয়।
তিনি নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের বাসিন্দার বদরুজ্জামান এর স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন।
নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ বলেন, নবীগঞ্জ উপজেলার উমরপুর গ্রামের বাসিন্দা হলে ও তিনি দীর্ঘদিন ধরে সিলেটে বসবাস করে আসছেন, করোনা আক্রান্ত হয়ে সিলেটেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, অবস্থার অবনতি হলে তাকে ঢাকা প্রেরণে করা হয়েছিল ঢাকায় যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়। নবীগঞ্জে গত ২ দিনের ৩২ জনের নমুনায় ১৬ জন পজিটিভ শনাক্ত হয়েছে।